ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ সোশাল মিডিয়ায় ধরা দিলেন একেবারে নতুন অবতারে। শীতল হাওয়ায় সৃজলার মন যেন উড়ু উড়ু। আর সেই ছবি দেখে একেবারে কাত সৃজলার অনুরাগীরা।
কখনও দেশি লুকে নেটপাড়া মাতিয়ে রাখছেন, কখনও আবার এমন সাহসী ছবিতে দিচ্ছেন ছ্যাঁকা।
শোনা গিয়েছে, ওড়িয়া সিনেমার মাধ্যমে সৃজলার অভিনয় সফর শুরু। তারপর রোহন ভট্টাচার্যর বিপরীতে ‘জামাই বরণ’ সিনেমায় দেখা যায় তাঁকে।
রোহনের সঙ্গে সৃজলার প্রেমের খবরও শোনা যায়। এখন নাকি দু’জনের পথ আলাদা।
সে যাই হোক, ২০২১ সালে ‘মন ফাগুন’ সিরিয়ালে প্রিয়দর্শিনী ওরফে পিউর চরিত্রে অভিনয় শুরু করেন সৃজলা। বিপরীতে ছিলেন ছোটপর্দায় হ্যান্ডসাম হাঙ্ক শন বন্দ্যোপাধ্যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.