'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র শুটিং আপাতত শেষ। তাই ছুটি কাটাতে মার্কিন মুলুকে 'শবরী' ঋতাভরী চক্রবর্তী।
পড়ন্ত বিকেলে হালকা শীতের আমেজে ক্যামেরার সামনে পোজ দিলেন আদুরে ঋতাভরী। ছবিটি তোলা ক্যালিফোর্নিয়ায়।
'সান কিসড'! ক্যালিফোর্নিয়ার রাস্তায় রেট্রো লুকে অভিনেত্রী।
ঋতাভরী সবসময়েই ফ্যাশন সচেতন। ট্র্যাডিশনাল থেকে পশ্চিমী পোশাক, সবেতেই সমান কমফরটেবল তিনি।
সাদা হাইনেক সোয়টারের সঙ্গে কালো লং স্কার্ট। পায়ে বেইজ রঙের হিলতোলা পাম্পস। দিব্যি মানিয়েছে!
ভাবছেন তো ছবিটা কোথায় তোলা? বলে দেওয়া যাক তাহলে! জায়গাটা হল কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ।
আলো-আঁধারির মাঝে। ভ্যাঙ্কুভারের গহীন জঙ্গলের মাঝে এ যেন এক স্বপ্নপুরী।
ঋতাভরী যে অ্যাডভঞ্চারপ্রেমী সেকথা ইন্ডাস্ট্রির অল্প-বিস্তর সকলেই জানেন। তাই কাজের ফাঁকে ছুটি পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন।
বৃষ্টিস্নাত নিউ ইয়র্কের রাস্তায় ঋতাভরী।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.