চাবুক ফিগার, দুষ্টু ইশারা…! নেটপাড়ায় ছ্যাঁকা দিচ্ছেন মনামী ঘোষ। তবে এবার সুইমিং পুল থেকে।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় মনামী। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম।
যখনই যা করেন টুক করে আপলোড করে দেন মনামী ঘোষ। ব্যস, অনুরাগীরা তো সেই ছবি দেখেই আপ্লুত!
এবার পড়ন্ত বিকেলের নরম আলো গায়ে মেখে মনামীকে দেখা গেল সবুজ বিকিনিতে জলকেলিতে মত্ত।
আগুনে রূপেই অনুরাগীদের ঘায়েল করলেন 'টাপা টিনি গার্ল'। সবজে বিকিনিতে অভিনেত্রী যেন ধানি লঙ্কা। দেখেই ঝাঁজে মরে যাওয়ার জোগাড় ভক্তদের।
সম্প্রতি জাপানে ঘুরতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। সেই সফরের ঝুলি থেকে মাঝেমধ্যেই এমন একেকটা ছবি বের করছেন, যা দেখে কাত নেটপাড়া। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.