Advertisement
Advertisement
WB Assembly Election 2021

‘খেলা হবে’, প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল নেতা-নেত্রীরা

দেওয়াল লিখনে উঠে এল পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিও।

আসন্ন নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে লড়বেন দেবাশিস কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা ঘোষণা করতেই দেওয়াল লিখনে ব্যস্ত দেবাশিস।

টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। দেওয়াল লিখন দিয়ে শুরু করে দিলেন নির্বাচনী লড়াই।

একুশের ভোটে বিধাননগর কেন্দ্র থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুজিত বসু।

দেওয়াল লিখনে উঠে এল পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিও। এই অস্ত্রেই বিজেপিকে বধ করতে বদ্ধপরিকর শাসকদল।

নির্বাচনী আবহে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী কার্ড এনে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বাস্থ্যসাথীই এবার নির্বাচনী প্রচারের হাতিয়ার।

প্রতিবারই দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের কাজ ও বিরোধীদের 'দুর্বলতা' তুলে ধরার চেষ্টা হয়। এবারও তার ব্যতিক্রম হল না।

শ্যামপুকুর থেকে লড়াই শশী পাঁজার। দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল নেত্রী।

একুশের ভোটে এখনও পর্যন্ত কার্যত সবচেয়ে জনপ্রিয় স্লোগান 'খেলা হবে'। দেওয়াল লিখনেও বাদ পড়ল না সেই চেনা স্লোগান।