Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan: বসিরহাটে ফের জনসংযোগ নুসরতের, কোমর বেঁধে রাঁধলেন কালীপুজোর ভোগ

টাকিতে সেলফি পয়েন্টের উদ্বোধনও করেন নুসরত।

ঠিক যেন ঘরের মেয়ে। বসিরহাট উত্তরের খোলাপোতা কালীমন্দিরে ভোগ রান্না করলেন নুসরত জাহান।

সাজগোজে তেমন চাকচিক্য নেই। পরনে অফ হোয়াইট এবং লাল রংয়ের মিশেলে সিল্কের শাড়ি। সাধারণ মানুষের মাঝে মিশে গেলেন অপরূপা নুসরত।

বিশাল খুন্তি হাতে ভোগের খিচুড়ি রান্নার সময় বেশ খোশমেজাজেই দেখা গেল তাঁকে। হেসে সকলকে জিজ্ঞাসা করেন, "কি পারলাম তো?" উত্তরে অবশ্য সকলেই তাঁর প্রশংসা করেন। বলেন, "হ্যাঁ, দিদি পেরেছেন। ধন্যবাদ দিদি।"

ধর্মীয় ভেদাভেদে কখনই বিশ্বাসী নন নুসরত। এর আগে রথের রশি টেনে এবং অষ্টমীতে অঞ্জলি দিয়ে সমালোচনার শিকার হন তিনি।

কটাক্ষে কিছুই যায় আসে না তারকা সাংসদের। কারণ, নুসরত বরবারই বাঁচেন নিজের শর্তে। কালীপুজোর ভোগ রান্না করে সমালোচকদেরই যে যোগ্য জবাব দিলেন তিনি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

টাকিতে সেলফি পয়েন্টেরও উদ্বোধন করেন নুসরত। "আই লাভ টাকি" লেখার সামনে দাঁড়িয়ে কচিকাঁচাদের সঙ্গে ছবি তোলেন।

স্থানীয় মহিলাদের পাশে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় বসিরহাটের তৃণমূল সাংসদকে।