Advertisement
Advertisement

Breaking News

আলিপুর জেল মিউজিয়ামে তৃণমূল মন্ত্রী ও বিধায়করা, স্পিকারের আমন্ত্রণ ফেরাল বিজেপি

বিধায়কদের আলিপুর জেল মিউজিয়াম পরিদর্শন নিয়ে জারি রাজনৈতিক তরজা।

১০

বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে আলিপুর জেল মিউজিয়ামে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়করা।

১০

মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার অধিবেশন শেষে সকলে মিলে ওই মিউজিয়াম দেখতে যাবেন। সেই অনুযায়ী মিউজিয়াম পরিদর্শনে যান তাঁরা।

১০

অধিবেশন শেষে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ তৃণমূল বিধায়করা আলিপুর জেল মিউজিয়ামে যান।

১০

আলিপুর জেল মিউজিয়ামের প্রত্যেকটি সেল এবং ফাঁসির মঞ্চ ঘুরে দেখলেন মন্ত্রী-বিধায়করা।

১০

মিউজিয়াম পরিদর্শনে ভিন্ন মুডে দেখা গেল রাজনীতিকদের। নানা পোজে ছবিও তোলেন তাঁরা।

১০

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানালেও বিজেপি বিধায়করা আলিপুর জেল মিউজিয়ামে যেতে রাজি হননি।

১০

ফিরহাদ হাকিম বলেন, "আমাদের দলের বিধায়করা সবটা ঘুরে দেখেছেন। খুবই ভাল লেগেছে। তাঁরা আবার আসবেন। বিরোধীদের বলা হয়েছিল। তবে বিরোধীরা এল না। বুধবারও মনোজ টিগ্গা জানিয়েছেন তাঁদের যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতি তেমন নয় বলে তাঁরা যাননি।"

১০

২০১৯ সালে আলিপুর জেল বন্ধ হয়ে যাওয়ায় বন্দিদের বারুইপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। ওই জেলের ঐতিহাসিক অংশগুলি দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলে রাজ্য সরকার।

১০

পুজোর আগে জেল মিউজিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকেই ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন।

১০ ১০

জেল মিউজিয়ামে স্বাধীনতা সংগ্রামীদের নামে খাবারের মেনু নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে।