Advertisement
Advertisement

Breaking News

HOT Bengali Actress

সৈকতে স্বল্পবসনা টলিপাড়ার রূপবতী কন্যা, বলুন তো কে?

বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ইনি।

শুরুটা টেলিভিশন দিয়ে করেছিলেন। তার পর বাংলা সিনেমায় অভিনয় শুরু। তেলুগু, মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন। হয়েছেন প্রযোজক। টলিপাড়া এই রূপবতী কন্যাকে চিনতে পারছেন?

হ্যাঁ, এনা সাহা। তিনিই স্বল্পবসনা হয়েছে রোদমাখা সৈকতে ছড়িয়ে দিয়েছেন উষ্ণতা। আর সেখান থেকে শেয়ার করেছেন ছবি।

‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।

সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

দাক্ষিণাত্যের ইন্ডাস্ট্রিতেও পরিচিতি পেয়েছেন এনা। একাধিক মালয়ালম সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। ২০২৩ সালে অভিনয় করেছেন তেলুগু ছবি 'নীরক্ষণা'য়।

এনার প্রযোজনাতেই তৈরি হয়েছিল বাংলা ছবি 'চিনে বাদাম'। সৃজনশীল মতপার্থ্যকের কারণে ছবি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন নায়ক যশ। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। অবশ্য সেসব এখন অতীত। এখন এনার 'বিচ ভাইভ'-এ মুগ্ধ অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।