Advertisement
Advertisement

Breaking News

Fish

‘রুই, কাতলা, ইলিশ তো নয়…উঠল যে জলপরী’, বিশালাকার মাছ ধরে রাতারাতি লাখপতি মৎস্যজীবী

বিশালাকার মাছটি দেখেছেন?

রাতারাতি লাখপতি হলেন দিঘার মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে ফিরল ভাগ্য।

দিঘার আড়তে উঠল বিশাল আকৃতির তেলিয়া ভোলা। জালে ওঠা মাছটি বিক্রি হল লক্ষাধিক টাকায়।

বিশাকার মাছটির ওজন প্রায় ৩৭ কোজি! প্রতি কোজি সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি হল মাছটি।

মোট দাম দাঁড়ায় প্রায় ৩ লক্ষ টাকা। তবে এই প্রজাতির মাছের দরের তুলনায় কিছুটা কমেই বিক্রি হয়েছে মাছটি, মত ব্যবসায়ীদের।

ট্রলার মালিক বিবেক করণ ধরণীর জালে ওঠে এই বিশাল আকৃতির মাছটি। শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিশালাকার মাছটি দেখতেবাজারে ভিড় জমান পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয়রা। শেষে কলকাতার এক ব্যবসয়ী কিনে নেন তেলিয়া ভোলাটি।

ট্রলার মালিকের কথায়, "এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। শুনেছি, পটকা থেকে লিভারের ওষুধ বানায়। তাই এত দাম।"