বিদেশে ঘুরতে গিয়ে NASA দর্শন করে ফেললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে গিয়েছিলেন বাংলার অভিনেত্রী।
পেল্লাই সব স্পেস রকেট রাখা সেখানে, তার সামনে বসেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
জিনস আর টপ পরে স্পেস সেন্টারে যান অভিনেত্রী। মাথার টুপিতে লেখা, "আই নিড মাই স্পেস।"
মহাকাশচারীদের জগতে যেন হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। অবশ্য তাতে কোনও আক্ষেপ তাঁর ছিল না। বরং খুশিতে আত্মহারা ছিলেন তনুশ্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.