Advertisement
Advertisement

Breaking News

কী কী আছে অত্যাধুনিক ধনধান্য প্রেক্ষাগৃহে? ছবিতে জেনে নিন খুঁটিনাটি

শঙ্খের আকারের এই প্রেক্ষাগৃহটি কলকাতার নয়া আকর্ষণস্থল হতে পারে।

আলিপুরে অত্যাধুনিক অডিটোরিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যাধুনিক এই প্রেক্ষাগৃহ কলকাতার নতুন আকর্ষণ হতে পারে।

৪৪০ কোটি টাকা খরচ করে ৪ একর জমির উপর এই ত্রিস্তরীয় অডিটোরিয়াম তৈরি করা হয়েছে।

৩০ হাজার লাইট এসেছে আয়ারল‌্যাণ্ড থেকে। জিঙ্কের চাদর ফান্স থেকে।

সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাতে মোড়া ছ’তলা প্রেক্ষাগৃহে রয়েছে ২ হাজার আসনের সভাঘর।

এছাড়া থাকছে ৫৪০ আসনের একটি সভাগৃহ এবং ৩০০ আসনের ‘স্ট্রিট থিয়েটার’।

ব্যাঙ্কোয়েট, ফুড পার্ক তো আছেই, তিনশো গাড়ি রাখার ব‌্যবস্থাও হয়েছে।

সবকিছুকে ছাপিয়ে গিয়েছে প্রেক্ষাগৃহের বহিরঙ্গ। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই শঙ্খের ধাঁচে তৈরি হয়েছে এই প্রেক্ষাগৃহ। নামকরণও মুখ‌্যমন্ত্রীর করা, ‘ধনধান‌্য’। 

কেন শঙ্খের আদলেই এই প্রেক্ষাগৃহ? মুখ‌্যমন্ত্রী বলেন, ‘‘শঙ্খ হল মঙ্গলের প্রতীক। অর্ডিনারি করে কি হবে। তাই শঙ্খের আদলে করা হয়েছে।’’