Advertisement
Advertisement
T20 World Cup 2024

বিশ্বজয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাস টিম ইন্ডিয়ার, ছবিতে দেখে নিন সেলিব্রেশনের মুহূর্ত

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি থেকে ধোনি সকলেই।

১৩ বছর পর বিশ্বজয়ের স্বাদ। রোহিতদের হাতে উঠল বহুকাঙ্ক্ষিত ট্রফি। আসমুদ্রহিমাচল উচ্ছ্বাসে ভাসছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। জয়ের পর উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাঁকে। দলের প্লেয়াররাও হাওয়ায় ভাসিয়ে সম্বর্ধনা দিলেন হেডস্যরকে।

গতবছর বিশ্বকাপ হারের পর তিনদিন ঘরের বাইরে বেরোননি রোহিত। সেকথা জানিয়েছিল তাঁর মেয়ে সামাইরা। এবার তাকে কাঁধে নিয়েই বিশ্বকাপ উদযাপন ভারত অধিনায়কের।

পন্থ-কুলদীপের দাপট দেখেছে গোটা বিশ্ব। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জশপ্রীত বুমরা। আজকের দলে একমাত্র বিরাট আর রোহিতই পেয়েছেন বিশ্বজয়ের স্বাদ। বাকি সকলেই নতুন। প্রথমবার ছুঁয়ে দেখলেন বিশ্বকাপ ট্রফি।

জয়ী হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘোষণা বিরাট- রোহিতের। আর কোনও দিন ভারতের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নামবেন না দুই তারকা।

জয়ের পরই ভাঙড়া নাচ। সেখানে সামিল রিঙ্কু সিংও। যিনি বিশ্বকাপ দলের রিজার্ভে ছিলেন।

বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি বলেন, 'সমস্ত দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী গর্ববোধ করছেন। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতলেন, দেশের হৃদয় জিতেছেন।'

শুভেচ্ছা জানালেন ধোনিও। যাঁর হাত ধরে ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সোশাল মিডিয়ায় মাহি লিখেছেন, 'বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। নিজেদের প্রতি বিশ্বাস রেখেই তোমরা জিতলে।'

সম্ভবত নতুন কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। শুভেচ্ছাবার্তা পাঠালেন তিনি। আর শচীন তেণ্ডুলকর লিখেছেন, "আরও একটা তারা জার্সিতে জুড়ল। যা নতুন প্রজন্মকে উৎসাহ দেবে।"