Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

‘বৃষ্টি নামার আগে…’, গলায় মুক্তোর মালা পরে সুইমিং পুলে স্বস্তিকা

সবুজে ঘেরা সুইমিং পুলে ডুব দিয়ে কী লিখলেন স্বস্তিকা?

'বৃষ্টি নামার আগে…' সুইমিং পুলে নেমে পড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরনে তাঁর ছিল সাদা-কালো বিকিনি। আর গলায় মুক্তোর মালা।

নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন স্বস্তিকা। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে অভিনয় করছেন তিনি।

কাজের ফাঁকে সুযোগ পেলেই বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী। প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে তাঁকে। তাই তো সবুজে ঘেরা এই সুইমিং পুলে দিয়েছেন ডুব।

চলতি বছরে 'বিজয়ার পরে' ছবিতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। আবার 'লাভ সেক্স অউর ধোঁকা' ছবিতে লভিনা সিংয়ের চরিত্রে নজর কেড়েছেন নায়িকা।

আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে। এই ছবির সৌজন্যেই প্রথমবার দেবের সঙ্গে কাজ করছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।