Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

স্বস্তিকার ‘পুরানো সেই দিনের কথা’, নাচের নস্ট্যালজিয়ায় অভিনেত্রী

অতীতের একাধিক ছবি শেয়ার করেছেন স্বস্তিকা।

অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী স্বস্তিকা মুখোপাধ্যায়। এখন তাঁর অভিনয়ের খ্যাতি বেশি। তবে স্কুলে পড়াকালীন অভিনেত্রী প্রচুর নাচের অনু্ষ্ঠান করেছেন।

ভরতনাট্যম, ওড়িশি থেকে ভাংড়া, সব ধরনের নাচ করতেন স্বস্তিকা। তার প্রমাণ দিলেন অতীতের এই ছবিগুলো শেয়ার করে। এর মাধ্যমেই স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন নায়িকা।

নিজের শেয়ার করে পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, 'একেই অন্য এক যুগের থ্রোব্যাক বলে। সমস্ত স্কুল ফাংশনের ডান্সিং ক্যুইন ছিলাম আমরা। ভরতনাট্যম, ওড়িশি, ভাংড়া, যা বলা হত তাই।'

চলতি বছরে স্বস্তিকা অভিনয় করেছেন 'বিজয়ার পরে', 'দুর্গাপুর জংশন' ছবিতে। 'লাভ সেক্স অউর ধোঁকা ২' সিনেমায় অভিনেত্রীকে দেখা গিয়েছে লাভিনা হিসেবে।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' সিনেমায় স্বস্তিকা অভিনয় করেছেন ইরা হিসেবে। ছবির অন্যান্য মুখ্য চরিত্র দেব ও রুক্মিণী মৈত্র। বক্স অফিসে সিনেমার আয় পাঁচ কোটিরও বেশি। ছবি: ইনস্টাগ্রাম।