Advertisement
Advertisement
Swastika Dutta

আধখোলা শার্টে বেপরোয়া স্বস্তিকা! চব্বিশের শেষ রাতে নেটপাড়ায় ঝড় তুললেন নায়িকা

নায়িকার নতুন বছরের রেজোলিউশন কী জানেন?

চব্বিশের শেষ রাত, পার্টির মরশুম, নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বেপরোয়া মেজাজে স্বস্তিকা দত্ত। আধখোলা শার্টে দিলেন ক্যামেরার সামনে পোজ।

২০২৪ সালে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবিতে মিষ্টি প্রেমের সুবাস নিয়ে এসেছিলেন স্বস্তিকা। আবির-মিমি জুটির ছবিতে নায়িকার প্রগাঢ় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

বছর শেষে মু্ক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’। তারকাখচিত এই সাসপেন্স থ্রিলারে অনবদ্য স্বস্তিকা। পূরবী হিসেবে তাঁর অভিনয় প্রাঞ্জল।

স্বস্তিকার চব্বিশের স্মৃতির পাতায় দুটি ওয়েব সিরিজও রয়েছে। 'গভীর জলের মাছ' সিরিজের দ্বিতীয় মরশুম দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। আড্ডা টাইমসে রয়েছে 'বসন্ত এসে গেছে।'

নতুন বছরে স্বস্তিকার রেজোলিউশন আরও ভালো ভালো কাজ করা। আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। 'না' বলতেও শিখতে চান অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।