Advertisement
Advertisement

Breaking News

Los Angeles

সভ্যতাকে চ্যালেঞ্জ প্রকৃতির! দাবানলে খাক লস অ্যাঞ্জেলস, রইল ভয়ংকর দৃশ্যের কোলাজ

ক্যালিফোর্নিয়া প্রদেশের লেলিহান দাবানলের জেরে ঘরছাড়া লক্ষাধিক মানুষ।

দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস! আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়া প্রদেশের একাধিক শহরে। পুড়ে খাক হাজার হাজার বাড়ি। ছবি: পিটিআই।

প্রকৃতির রুদ্ররোষে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৫ জনের। ঘরছাড়া লক্ষাধিক। শুরু হয়েছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া। ছবি: পিটিআই।

সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। জখম বহু দমকলকর্মী ও উদ্ধারকারী। ছবি: পিটিআই।

লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে। ছবি: পিটিআই।

দেশে ভয়াবহ বিপর্যয়ের কারণে ইটালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ছবি: পিটিআই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশপথে বিমান ও হেলকপ্টার থেকে সমুদ্রের জল ঢালা হচ্ছে। কাজে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদের। ছবি: পিটিআই।

লস অ্যাঞ্জেলস শব্দের অর্থ ‘পরিদের শহর’। সেই শহরই এখন আগুনের গ্রাসে। সভ্যতার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রকৃতি। ছবি: পিটিআই।