‘দেখো চাঁদ আ গ্যায়া…’, দেশজুড়ে খুশির ইদের আবহ। আমজনতা থেকে সেলেব, সকলেই ইদের আনন্দে মেতে উঠেছেন। ইদের সাজে সোনাক্ষী সিনহা।
বলিউডের খান সাম্রাজ্য তো বটেই, ইদের আবহে দুই বাংলার তারকাদেরও জমজমাট উদযাপন। হুমা কুরেশির ইদের শুভেচ্ছার ঝলক।
দুই ছেলে জুনেইদ ও আজাদকে সঙ্গে নিয়ে ইদ উদযাপন আমির খানের। কাজু বরফি বিলোলেন পাপারাজ্জিদের।
ইদের দিন যেন একঝলক ‘ঈশ্বরদর্শন’ হয়, মন্নতের সিংহদুয়ারে জনজোয়ার। ইদের দিন প্রিয় তারকা শাহরুখ খানকে দেখতে গিয়ে তাঁদের কপালে জুটল পুলিশের লাঠিচার্জ।
সলমনের ছোড়া উড়ন্ত চুমুতে যেন জনঅরণ্যের মাঝে বিদ্যুৎ খেলে গেল! ভাইজান ভক্তদের জন্য বান্দ্রা রোডে যানজটে নাকাল নিত্যযাত্রীরা।
বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা জানালেন ইদের।
পদ্মাপারে ইদ উদযাপনে জয়া আহসান। লাল শাড়িতে যেন আরও গ্ল্যামারাস জয়া।
ভক্তদের 'ইদ মোবারক' ঋতুপর্ণা সেনগুপ্তর তরফে।
ইদের দিন সকাল থেকেই ‘পাকা গিন্নি’র মতো হেঁশেলে ঢুকে পড়েছেন নুসরত জাহান। যশ এবং ছেলে ঈশানের জন্য বিরিয়ানি, কাবাব আর সেমাইয়ের ফিরনি বানিয়েছেন তিনি।
ছেলের সঙ্গে ছবি দিয়ে সকলকে ইদের শুভেচ্ছা জানালেন চঞ্চল চৌধুরি। সোশাল মিডিয়ায় 'হাওয়া গরম'।
ইদের শুভেচ্ছা জানাল পতৌদি পরিবার। সইফ-করিনাদের ইদ উদযাপন। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.