Advertisement
Advertisement
srijit mukherjee

সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির শুটিং শেষ, প্রকাশ্যে ১২ তারকার ফার্স্টলুক

ছবির প্রধান অভিনেতা একডজন শিল্পী।

আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শুটিং শেষ করেছেন। ছবির প্রধান অভিনেতা একডজন শিল্পী।

তার মধ্যে ছয়জনের লুক প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার , আর বাকিদের লুক সামনে এল শুক্রবার।

প্রসঙ্গত, এই ছবি বাসু চট্টোপাধ‌্যায়ের ‘এক রুকা হুয়া ফয়সলা’-র অনুপ্রেরণায় তৈরি।

যে ছবির আধার ‘টুয়েলভ অ‌্যাংরি মেন’ নাটকটি। প্রধান চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ‌্যায়, পরমব্রত চট্টোপাধ‌্যায়, ফাল্গুনী চট্টোপাধ‌্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ‌্যায়, অনন‌্যা চট্টোপাধ‌্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ও সুহোত্র মুখোপাধ‌্যায়।

সৃজিত জানিয়েছেন, এমন সব দারুণ অভিনেতাদের সঙ্গে কাজ করে তিনি খুশি। এই প্রথমবার তিনি কাজ করলেন অনন‌্যা ও সৌরসেনীর সঙ্গে।

মূল গল্পে যদিও নারীচরিত্র নেই, যা পরিচালকের সংযোজন। আর অনেকদিন পরে ফের পরমব্রত দেখা দেবেন সৃজিতের ছবিতে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট‌্য বোনা হয়েছে, ফলে সমাজের প্রতিফলন ছাপ ফেলবে।