টলিপাড়ার 'দেবী চৌধুরাণী' বলে কথা, স্টাইল তো আলাদা হবেই। পরমার গোলাপি শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
অভিনেত্রীর এই সাজ কিন্তু এবারের সপ্তমী ফেভারিট হতেই পারে। লাল ব্লাউজের মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশনে স্টাইলিং সামলেছেন অনুপম চট্টোপাধ্যায়।
শাড়ির সঙ্গে কিন্তু একেবারে হালকা মেকআপ করেছেন অভিনেত্রী। রূপটান শিল্পী বাবুসোনা সাহা তাঁর এই সাজে সামান্য গোলাপি আভা রেখেছেন।
অভিনেত্রীর চুলে হাইলাইট করা। আলগোছে তা সাজিয়ে দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট গিন্নি। এই সাজে বাড়তি মাত্রা যোগ করেছে সবুজের বাহার।
মুক্তোর বর্ডার দেওয়া সোনালি কাজের গয়না গোলাপি শাড়ির সঙ্গে পরেছেন শ্রাবন্তী। সেই সঙ্গে রয়েছে ছোট্ট রাউন্ড শেপের নাকছাবি। হাতে শুধু একটি বালা। সমস্ত গয়না গহনে জুয়েলারির। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.