Advertisement
Advertisement

Breaking News

Srabanti Chatterjee

শ্রাবণের ঝরনায় যেন মন্দাকিনী! দেখুন শ্রাবন্তীর ছবি

নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দেন অভিনেত্রী। তাঁর সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে ওঠে।

শ্রাবণের ঝরনায় যেন 'রাম তেরি গঙ্গা মইলি'র মন্দাকিনী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই পোস্ট করলেন ছবি। আর তাতেই মুগ্ধ অনুরাগীরা।

জীবনে অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়েছেন শ্রাবন্তী। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। এত কিছুর পরও নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে ওঠে।

শিশুশিল্পী হিসেবে টলিউডে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী। নিজের অভিনয়ের জোরেই গ্ল্যামার জগতে প্রতিষ্ঠা পেয়েছেন।

আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কাজের মাঝে শ্রাবন্তী যখনই সুযোগ পান, এভাবেই সুন্দর প্রকৃতির সন্ধানে বেরিয়ে পড়েন। সেখানেই যেন শান্তি খুঁজে পান টলিপাড়ার নায়িকা। ছবি- ফেসবুক ও ইনস্টাগ্রাম।