সুরে সুরে শ্রদ্ধার্ঘ্য। সুমিত্রা সেনকে সুরেলা শ্রদ্ধা নিবেদন করল শ্রাবণী সেন মিউজিক আকাডেমির ছাত্রছাত্রীরা।
আকাডেমির দশম বর্ষ উপলক্ষে 'গানে তোমার পরশখানি' নামের এই বিশাল সঙ্গীত যজ্ঞের আয়োজন করা হয়েছিল।
সমবেত সঙ্গীতের পাশাপাশি ছিল 'শ্যামা' নৃত্যনাট্য। গানে শ্রাবণী সেন ও প্রমিত সেন, নাচে আলোকপর্ণা গুহ ও ডক্টর অর্কদেব ভট্টাচার্য।
বোনের আকাডেমির অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব সামলান মৌনীতা।
"আজ থেকে আমিও শ্রাবণী সেন মিউজিক আকাডেমির সক্রিয় সদস্য হলাম", মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন ইন্দ্রাণী সেন।
প্রতিষ্ঠানের প্রতি অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন। আবার সাধ্যমতো পাশে দাঁড়ানোরও চেষ্টা করবেন বলে জানান শিল্পী।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.