আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হল নয় মাসে। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস।
গবেষণার জন্য ২০২৪ সালের ৫ জুন সুনীতারা পৌঁছান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশযানে বড়সড় গোলমালের কারণে ফিরতে সময় লাগল ২৮৬ দিন!
হাজার বিঘ্ন কাটিয়ে গত ১৬ মার্চ সুনীতাদের ফেরাতে নাসার স্পেসএক্স ক্রু-১০ পৌঁছায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান হয় ১৮ মার্চ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে যাওয়া সাত নভশ্চরকে বিদায় জানিয়ে ফেরার যাত্রা করেন সুনীতারা।
কল্পনা চাওলার কথা মনে করে শঙ্কিত ছিল গোটা বিশ্ব। যদিও আঠারো ঘণ্টার কঠিন যাত্রা শেষে নির্বিঘ্নে ফ্লোরিডার জলে নামল সুনীতাদের প্যারাসুট।
ভারত-সহ গোটা বিশ্ববাসীর শুভকামনায় ১৯ মার্চ ভোরে পৃথিবীপৃষ্ঠে অবতরণ করলেন সুনীতারা। শুভেচ্ছা জানিয়ে সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুনীতার পৃথিবীতে ফেরার কথা জানা মাত্র তাঁর গুজরাটের গ্রামে খুশির হাওয়া। আতসবাজী ফাটিয়ে আনন্দে মাতল গোটা দেশ। আগেই চিঠি লিখে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.