Advertisement
Advertisement

Breaking News

রানা ডগ্গুবাতি

করোনা আবহেই সাত পাকে বাঁধা পড়লেন বাহুবলীর ‘বল্লালদেব’ রানা ডগ্গুবাতি, দেখুন ছবি

শুভেচ্ছার বন্যায় ভাসছেন বর-কনে।

১০

স্বপ্ন হল সত্যি। করোনাকে উপেক্ষা করেই সাত পাকে বাঁধা পড়ে বান্ধবীকে জীবনসঙ্গী বানালেন রানা ডগ্গুবাতি।

১০

করোনা আবহে মাস্ক পড়েই বিয়ে করতে পৌঁছেছিলেন বাহুবলীর বল্লালদেব রানা ডগ্গুবাতি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সংক্রমণ এড়নোর জন্য সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে। যথাযথ সামাজিক দূরত্ব মেনেই চলছে বিয়ের যাবতীয় নিয়মকানুন। খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়া বিয়েতে আমন্ত্রিত নেই কেউই।

১০

সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে যাঁরাই যোগ দিয়েছেন কিংবা দিচ্ছেন, প্রত্যেকেরই কোভিড টেস্ট করানো হয়েছে। সেই টেস্টে উত্তীর্ণ হয়েই রানা ডগ্গুবাতি, মিহিকা বাজাজের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ছাড়পত্র মিলেছে।

১০

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের প্রত্যেককে প্রথমে নিজেদের স্যানিটাইজ করতে হয়েছে। এছাড়াও, হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে। মাস্ক পড়াও নাকি বাধ্যতামূলক করে দিয়েছেন বল্লালদেব রানা ডগ্গুবাতি।

১০

মেহেন্দি আর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে মিহিকা বাজাজদের জুবিলি হিলসের বাংলোতে। মাত্র ৩০ জনের উপস্থিতিতে অগ্নিকে সাক্ষী রেখে চিরজীবনের জন্য সাত পাকে বাঁধা পড়লেন রানা ডগ্গুবাতি এবং মিহিকা বাজাজ।

১০

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই প্রেমিকা মিহিকাকে অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ডগ্গুবাতি।

১০

দক্ষিণী তারকার বিয়ের দিন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বলিউড তারকারাও। অনিল কাপুর ঠাট্টা করে বলেছেন, "আমার হায়দরাবাদি ছেলে, তোমাকে অসংখ্য শুভেচ্ছা। মিহিকাকেও আমার শুভেচ্ছা জানিও। ভাল থেকো।"

১০

ভাই বোনেদের সঙ্গে কনে মিহিকা বাজাজ।

১০

মে মাস থেকেই চলছিল বিয়ের প্রস্তুতি।

১০ ১০

শুভেচ্ছার বন্যায় ভাসছেন রানা ডগ্গুবাতি এবং মিহিকা বজাজ।