Advertisement
Advertisement

Breaking News

Sonakshi-Zaheer

জাহির-সোনাক্ষীর গ্ল্যামারাস রিসেপশন অ্যালবাম, রেখা-কাজল, সায়রাবানু-সলমনদের আপ্যায়ণে শত্রুঘ্ন

জাহির-সোনাক্ষীর রিসেপশনের রেড কার্পেটে আর কারা উপস্থিত? দেখুন ফটো গ্যালারি।

১১

রবিবাসরীয় সন্ধেয় রিসেপশন ভেন্যু বাতিস্তার মঞ্চে নবপরিণীতা সোনাক্ষী সিনহাকে দেখে মন্ত্রমুগ্ধ অতিথিরা। পরনে লাল বেনারসি। সিঁথি রাঙানো সিঁদুরে। হাতে আলতা। আর সাজানো চূড়া। আহা! বলিউডের 'দাবাং গার্ল' যেন হঠাৎ করেই লাজে রাঙা কনে বউ হয়ে উঠলেন। সকালে আইনি বিয়ের সাক্ষী থেকে সন্ধেয় মেয়ের রিসেপশনে অতিথি আপ্যায়ণে দেখা গেল মা-বাবা পুনম ও শত্রুঘ্ন সিনহাকে। প্রবীণ অভিনেতা তথা তৃণমূল সাংসদের পরনে নীল ধুতি-পাঞ্জাবিতে। মা পুনম সাজেন বেইজ রঙের লং ড্রেসে।

১১

৭০ হাজার টাকার শাড়ি পরে জাহির-সোনাক্ষীর রিসেপশনের রেড কার্পেট গরম করলেন কাজল। নবদম্পতির সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।

১১

গভীর রাতে রিসেপশনে ঢুঁ মারলেন সোনাক্ষীর বন্ধু সলমন খান। তাঁর দাবাং এন্ট্রি বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। পরনে কালো টাক্সিডো স্যুট।

১১

জাহির-সোনাক্ষীর তারকাখচিত রিসেপশনে গোলাপি শারারা স্যুটে তাব্বু। বন্ধু সহকর্মী অনিল কাপুরকে দেখেই জড়িয়ে ধরলেন অভিনেত্রী। বন্ধু হুমা কুরেশি বিকেলে আইনি বিয়েতে উপস্থিত থাকার পর রিসেপশনের রেড কার্পেটেও নজর কাড়লেন।

১১

'হীরামাণ্ডি' সহ-অভিনেত্রীর রিসেপশনের রেড কার্পেটে দেখা গেল অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাকে। সঙ্গী স্বামী আলি ফজল। সন্তান আসার অপেক্ষায় বর্তমানে দিন গুনছেন তাঁরা।

১১

সদ্য বাগদান পর্ব সারা সিদ্ধার্থ-অদিতিও উপস্থিত ছিলেন। সোনাক্ষীর সঙ্গে 'হীরামাণ্ডি' সিরিজে অভিনয় করেছেন অতিদি রাও হায়দরি।

১১

এভারগ্রিন রেখাকে দেখা গেল ঘিয়ে রঙের কাঞ্জিভরম শাড়িতে। তবে টক অফ দ্য টাউন তাঁর শাড়ি পরার স্টাইল। সোনাক্ষীর রিসেপশনে চোখধাঁধানো রেখার সাজে মন্ত্রমুগ্ধ সকলে। কে বলবে বয়স সত্তর ছুঁইছুঁই? নবদম্পতিকে আশীর্বাদ জানাতে এলেন প্রবীণ অভিনেত্রী সায়রাবানুও।

১১

'ফরিদন'কে শুভেচ্ছা জানাতে এসে 'হীরামাণ্ডি' পরিচালক সঞ্জয় লীলা বনশালির পাশাপাশি নজর কাড়লেন ফরদীন খানও। কালো স্যুটে ধোপদুরস্ত 'মহম্মদ ওয়ালি'। মা থেকে মাথা পর্যন্ত বেগুনি পোশাকে সঞ্জিদা শেখ। সস্ত্রীক দেখা গেল গুলশন দেভাইভাকে।

১১

রেড কার্পেটে দেখা গেল অনিল কাপুর এবং চাঙ্কি পাণ্ডের 'ইয়ারানা'। একসঙ্গেই পোজ দিলেন ক্যামেরারর জন্য।

১০ ১১

ব্ল্যাক স্যুটে এলেন সোনাক্ষীর কলঙ্ক কোস্টার আদিত্য রায় কাপুর। সোনাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু হানি সিংকে দেখা গেল রসিক মুডে।

১১ ১১

জাহির-সোনাক্ষীর রিসেপশনে ইন্দো-ওয়েস্টার্ন লুকে চার্মিং রবিনা ট্যান্ডন। শরমিন সেহগালকেও দেখা গেল।