Advertisement
Advertisement
RG Kar Protest

আমাদের শহর! RG Kar আন্দোলনের ব্যতিক্রমী ছবি, সহমর্মিতায় মুগ্ধ ‘বং গাই’ কিরণও

ছবিগুলো নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

শিরদাঁড়ার গুরুত্ব বোঝালেন আন্দোলনকারীরা। শহর কলকাতায় ঘুচল 'আমরা-ওরা'। আর জি কর আন্দোলন যেন নতুন করে বোঝাল 'আমাদের' শব্দের জোর। ছবি: পিন্টু প্রধান ও শুভাশিস রায়।

লালবাজার অভিযানের আন্দোলনকারীদের জন্য জলের বোতল কিনতে গিয়েছিলেন 'বং গাই' কিরণ দত্ত। দোকানদার বাড়তি জলের পেটি দিয়ে দেন। সহ-নাগরিকের এই সহমর্মিতায় মুগ্ধ সোশাল মিডিয়া স্টার। ছবি: ফেসবুক ও ও শুভাশিস রায়।

অভিযানে যোগ দেওয়া আন্দোলনকারীদের জন্য যদি একটি মোবাইল টয়লেটের ব্যবস্থা করা যায়। ফেসবুকে লিখেছিলেন নাট্যকর্মী মধুরিমা গোস্বামী। পরে জানান ব্যবস্থা হয়ে গিয়েছে। ছবি: সায়ন্তন ঘোষ।

সোশাল মিডিয়াতেও বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সারা রাত ধর্নায় ছিলেন আন্দোলনকারীরা। মুসলিম সম্প্রদায়ের এই ব্যক্তি সকালে তাঁদের খাবার বিতরণ করেন। ঐক্যের এই ছবি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ছবি: ফেসবুক।

মন জয় করে নিয়েছে স্কুল ছাত্রীদের এই ছবিও। স্কুলে যাওয়া বা ফেরার পথে আন্দোলকারীর দিকে জলের বোতল বাড়িয়ে দিচ্ছে পড়ুয়া। ছবি: ফেসবুক।

ক্লান্তিহীন প্রতিবাদ! নির্ঘুম রাত কাটানোর পরও প্রতিবাদ চালিয়ে গিয়েছেন আন্দোলনকারীরা। মানবিক পুলিশও। আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছেন জ্যুস, ORS। ছবি: ফেসবুক।

সাব-ইনস্পেকটর মনীষা হাজরা। গত ২৭ আগস্ট ডিউটি সেরে ফেরার পথে ছোট্ট এই সারমেয় শাবকের সঙ্গে নিজের টিফিন ভাগ করে নেন। অর্ণব চক্রবর্তীর তোলা এই ছবিও নেটিজেনদের মন জয় করেছে। ছবি: ফেসবুক।