পরিবার-বন্ধুদের সাক্ষী রেখে সোমবার বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় (Sohini-Shovan Wedding)।
বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে বিয়ের আসর। সেখানেই গায়ে হলুদ হয় দুই তারকার। বিয়ে, ঘরোয়া বউভাতের পর গায়ে হলুদের এক্সক্লুসিভ ছবি সংবাদ প্রতিদিন-এর পাতায়।
গায়ে হলুদে সোহিনীর পরনে লাল পার সাদা শাড়ি। হাতে শাঁখা-পলা। আর রং মিলান্তি লাল পাঞ্জাবিতে সাজেন শোভন। দুজনের গলাতেই গাঁদা ফুলের মালা।
হাজির ছিলেন টলিপাড়ার কাছের দুই বন্ধু উষসী চক্রবর্তী ও অঙ্কিতা চক্রবর্তীরা। হই-হুল্লোড় করেই গায়ে হলুদ সারেন শোভন-সোহিনী।
সইসাবুদ করে বিয়ে তারকা যুগলের। সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই চুমু শোভনের। তার পর বিয়ের গানেই নেচে উঠলেন গায়ক-নায়িকা।
এদিন সকাল সকালই সারা হয় সোহিনী-শোভনের গায়ে হলুদের পর্ব। তার পরই বেনারসি পরে কনের সাজে সেজে ওঠেন সোহিনী।
শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি ও পাঞ্জাবি। সই করার পর সোহিনী বলেন, “শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম।” তাতেই তুমুল হইচই। শোভনের গলায় বরমালা পরিয়ে দেন টলিউডের ‘সত্যবতী’।
গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)।
যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। অজুহাতই বলা ভালো।
বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল।
আইনিভাবেই বিয়ে সারেন অভিনেত্রী-গায়ক। তার পর হয় সিঁদুরদান ও মালাবদল। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.