Advertisement
Advertisement
Weather Update

উত্তরে বৃষ্টি-তুষারপাত, সাদা চাদরে ঢাকল ছাঙ্গু ও নাথু-লা

ঘন কুয়াশার চাদর শিলিগুড়িতে।

দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও। অথচ উত্তরে এখনও কাঁপুনি ধরাচ্ছে শীত। ঘন কুয়াশার চাদর শিলিগুড়িতে। নিজস্ব চিত্র।

হাওয়া অফিস জানিয়েছে, পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের কারণে সমতলে রাতের তাপমাত্রা অনেকটাই নামবে। বাড়তে পারে কুয়াশার দাপট। নিজস্ব চিত্র।

মাঝারি বৃষ্টি হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। নিজস্ব চিত্র।

বৃষ্টির জেরে তাপমাত্রা নামতে সান্দাকফু এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। নিজস্ব চিত্র।

শৈল শহরের তাপমাত্রা শূন্য থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। নিজস্ব চিত্র।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত পাহাড়ে ওই পরিস্থিতি চলবে। নিজস্ব চিত্র।

দার্জিলিংয়ের সোনাদা, কার্শিয়াং, চটকপুর, টাইগার হিল, ঘুম এলাকায় বৃষ্টি হয়। অন্যদিকে সুখিয়াপোখরি, সীমানা বাজার, জোড়পোখরি এলাকা শিলাবৃষ্টিতে ধবধবে সাদা হয়ে যায়। নিজস্ব চিত্র।

পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে শুরু হয়েছে ভারী তুষারপাত। নিজস্ব চিত্র।

জুলুক উপত্যকা বরফের চাদরে মুড়েছে। ছাঙ্গু ও নাথু-লা রোড পুরু বরফে তলিয়েছে। নিজস্ব চিত্র।