গরমে প্রবল কষ্টের পর অঙ্গ জুড়াল জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় রীতি মেনে পালিত হল জগন্নাথদেবের স্নান যাত্রা।
এই উৎসব উপলক্ষ্যে শনিবার লাখো মানুষের ভিড় দেখা গেল পুরীর জগন্নাথ ধামে।
১০৮টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিন বিগ্রহ। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয়।
প্রথমে জগন্নাথ, তারপর বলরাম ও শেষে সুভদ্রার পুজো করে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হলেন প্রভু জগন্নাথ।
সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তাঁর ভাই-বোনদের সঙ্গে স্নান করেন। এই বিশেষ দিনটি জগন্নাথদেবের জন্মদিন হিসেবেও পালন করা হয়।
স্নানযাত্রার দিন বিশেষ ধর্মীয় বিধি মেনে সারাদিন চলল পুজোর্চনা। স্নানের আগে 'রত্ন সিংহাসন' থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করা এদিন।
এরপর মন্ত্র উচ্চারণ এবং ঘণ্টা, ঢোল, করতালের শব্দে স্নান বেদির উদ্দেশ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.