যেন কোনও হলিউড ছবির দৃশ্য। আচমকাই টকটকে লাল হয়ে গেল চিনের ঝুসান শহরের আকাশ। যা দেখে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
চিনের এই বন্দর শহরের 'অপার্থিব' আকাশের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ছবি দেখে তাজ্জব নেটিজেনরা।
শহরের বাসিন্দাদের ধারণা, এমন আকাশ কোনও অশুভ কিছুরই আভাস দিচ্ছে।
কিন্তু সত্য়িই কি তাই? আবহাওয়াবিদরা মনে করছেন, এর পিছনে রয়েছে চিনা বোটের আলো! যা আকাশের নিচু মেঘে প্রতিসৃত হয়ে ছড়িয়ে পড়েছে।
যেহেতু ওই বন্দর শহরের আকাশ সব সময়ই মেঘলা হয়ে থাকে, তাই সেখানে এমন ঘটা অস্বাভাবিক কিছু নয় বলেই দাবি বিজ্ঞানীদের।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.