জল্পনায় সিলমোহর। অবশেষে দুর্নিবারের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন। লিখলেন, "হ্যাঁ ও সারা জীবনের মতো আমার এবং শুধু আমার। এবার আসল গল্পটা লেখা হোক।" (ছবি: ফেসবুক)
প্রেমিকার পোস্টে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন গায়ক দুর্নিবারও। লিখেছেন, 'I love you more'. ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। (ছবি: ফেসবুক)
২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সামাজির বিয়ে সারেন দুর্নিবার। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হল না। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। (ছবি: ফেসবুক)
২০১৫ সালে কাজের সূত্রে পরিচয় দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। ধীরে ধীরে বন্ধুত্ব-প্রেম-বিয়ে। সম্পর্কের ২ বছরের মাথায় অর্থাৎ ২০১৭ সালে আইনি বিয়ে সারেন যুগল। তারপর তাঁরা একসঙ্গে থাকতেন বলেই খবর। ছবি: ফেসবুক)
বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায় বাড়ি ছেড়েছেন মীনাক্ষী। দুর্নিবারের সঙ্গে থাকতেন না তিনি। তবে এই বিষয়ে দুর্নিবার বা মীনাক্ষী কেউই মুখ খোলেননি কোনওদিন। (ছবি: ফেসবুক)
অবশেষে শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন দুর্নিবারের প্রেমিকা ঐন্দ্রিলা। জানালেন, দুর্নিবার শুধুই তাঁর। (ছবি: ফেসবুক)
দুর্নিবারের নতুন প্রেমিকা বিনোদন জগতের সঙ্গেই জড়িত। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার তিনি। মোহর নামেই পরিচিত। (ছবি: ইনস্টাগ্রাম)
ঐন্দ্রিলা-দুর্নিবার তাঁদের সম্পর্ক স্বীকার করে নিলেও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি মীনাক্ষী। (ছবি: ফেসবুক)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.