দশমীতে বিদায়ের সুর। উমার বিদায়ের পালা। দশমীর পুজোর পর সেরে নেওয়া হয় বরণ। তার পরই বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের ভিড়। ছবি: পিন্টু প্রধান।
রীতি মেনে দর্পণে প্রতিমার প্রতিবিম্ব দর্শন করে সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। আবার শুরু একটা গোটা বছরের অপেক্ষা।
নবমী নিশি কাটতেই মন খারাপ বাঙালির। তবে কালের নিয়মে তো উমাকে বিদায় জানাতেই হয়। 'আবার এসো মা' বলে তাই শেষবেলার আনন্দ ভাগ করে নেওয়ার পালা।
শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন কিংবা পাড়ার পুজো, সর্বত্রই সিঁদুর খেলার সেই চেনা ছবি। বৃষ্টিকে উপেক্ষা করেই মেতে উঠেছেন সকলে।
প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় শামিল আবাল বৃদ্ধ বণিতা। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতি কোণে দশমীতে একই ছবি।
প্রতিমা নিরঞ্জন ঘিরে শহরের প্রতিটি ঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু প্রতিমার এদিনই বিসর্জন হলে অনেক বারোয়ারিতে এখনও উৎসবের মেজাজ।
প্রতিবারের মতো এবারও ইছামতীতে প্রতিমা নিরঞ্জনের ভিড়। পাড়ে দাঁড়িয়ে উমা বিদায় সারলেন বাংলাদেশের মানুষ। আগামী বছর ৯ অক্টোবর থেকে আবার শুরু পুজো।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.