Advertisement
Advertisement
শপিং মল

নিয়মবিধি মেনে কলকাতায় খুলল শপিং মল, রেস্তরাঁ, দেখে নিন শহরের সারাদিনের ছবিটা

সোমবারই ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকে খুলল রাজ্যের শপিং মলগুলি, স্বাভাবিক ছন্দে ফিরতে তৈরি শহর কলকাতাও। ছবি: পিন্টু প্রধান

লকডাউন শিথিল হলেও সচেতন ক্রেতা-বিক্রেতারা। মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই চলছে বিকি-কিনি। ছবি: পিন্টু প্রধান

এসকেলেটর ব্যবহারের ক্ষেত্রেও মানতে হবে সোশ্যাল ডিসটেন্সিং। সাধারণকে মনে করিয়ে দিচ্ছে মল কর্তৃপক্ষও।

রেস্তরাঁ খুললেও প্রথম দিন ভিড় খুব-একটা চোখে পড়ল না। সামাজিক দূরত্ব বজায় রেখেই সাজানো হয়েছে টেবিল।

ভোজনরসিকরা যাতে নিশ্চিন্তে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন, তার জন্য সদা সতর্ক রেস্তরাঁ কর্মীরা। ছবি: পিন্টু প্রধান

মঙ্গলবারই খুলবে নিউটাউনের বিশ্ব বাংলা রেস্তরাঁ। তার আগে চলছে স্যানিটাইজেশনের কাজ। ছবি: পিন্টু প্রধান

সোমবারই ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হোটেল, রেস্তরাঁয় যেতে কোনও বাধা নেই। কিন্তু সংক্রমণ ঠেকাতে মানতে হবে সমস্ত নিয়মাবলি। ছবি: পিন্টু প্রধান