বলিউডের নতুন 'গ্ল্যাম গার্ল' শর্বরী ওয়াঘ। অভিনয়ের পাশাপাশি অ্যাকশনেও সিদ্ধহস্ত তিনি। তা 'মুঞ্জা' এবং 'বেদা' সিনেমায় প্রমাণ করে দিয়েছেন।
এবার অভিনেত্রীর মুকুটে নয়া পালক যুক্ত হল। 'এলি ইন্ডিয়া' ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন শর্বরী। স্টিল ক্যামেরার সামনে ধরা দিয়েছেন মোহময়ী মেজাজে।
'বাজিরাও মস্তানি', 'সনু কে টিটু কি সুইটি' সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী।
এর পর 'বান্টি অউর বাবলি ২' সিনেমায় রানি-সইফের পাশাপাশি নজর কাড়েন মহারাষ্ট্রের এই মেয়ে।
আমাজন প্রাইমের ওয়েব সিরিজ 'দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে' সিরিজেও ছিলেন শর্বরী। সিরিজের নায়ক সানি কৌশল।
ভিকি কৌশলের ভাই সানি। শোনা যায়, তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন শর্বরী। তবে এনিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্তু কিছু বলেননি অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.