Advertisement
Advertisement
Sumona Chakravarti

গরম রোদে নরম হল মাখন শরীর, কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী সুমনার এই রূপ দেখেছেন?

মেয়ে বাঙালি। তবে খ্যাতি তাঁর মুম্বই সূত্রে।

মেয়ে বাঙালি। তবে খ্যাতি তাঁর মুম্বই সূত্রে। তাও আবার টেলিভিশনের হাত ধরে। কপিল শর্মার শোয়ের সৌজন্যে সুমনা চক্রবর্তী এখন বেশ পরিচিত মুখ। আর ইদানীং তিনি সোশাল মিডিয়ায় এভাবেই আগুন ঝরাচ্ছেন।

আমির খান ও মনীষা কৈরালা অভিনীত 'মন' সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন সুমনা। সে ছবিতে তিনি ছিলেন শিশুশিল্পী। অভিনয় করেছিলেন নেহার ভূমিকায়।

নায়িকা হিসেবে সুমনার কেরিয়ার শুরু হয় হিন্দি টেলিভিশনে। 'কসম সে', 'খোটে সিক্কে', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'র মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি।

'কাহানি কমেডি সার্কাস কি' সুমনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কপিল শর্মার সঙ্গে জুটি বেঁধে এই শোয়ে জয় পান বঙ্গকন্যা। ফল 'কমেডি নাইটস উইথ কপিল'।

এর পর থেকে যেন কপিল শর্মার শোয়ের অভিন্ন অঙ্গ হয়ে যান সুমনা। কখনও মঞ্জু, কখনও ভুরি, কখনওবা বিন্দুর চরিত্রে দর্শকদের নজর কাড়েন তিনি।

রণবীর কাপুরের 'বরফি' এবং সলমন খানের 'কিক' সিনেমাতেও দেখা গিয়েছিল সুমনাকে। এর পাশাপাশি 'দুবাই ডায়েরিজ', 'সোনার বাংলা'র মতো শোয়ের সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।