Advertisement
Advertisement
Ananya Panday

ওয়াইল্ড অনন্যা! দেখুন নায়িকার জঙ্গল অভিযান

বাঘ, সিংহ, হাতি দেখতে কোথায় গিয়েছেন অভিনেত্রী?

এক সময় তাঁর ও আদিত্য রায়কাপুরের প্রেমের গুঞ্জনে সরগরম ছিল বি-টাউন। কিন্তু এখন দুজনের বিচ্ছেদ নিয়ে নানা কথা শোনা যায়। এত জল্পনা-কল্পনার মধ্যে না থেকে জঙ্গল অভিযানে অনন্যা পাণ্ডে।

বাঘ, সিংহ, হাতি দেখতে কোথায় গিয়েছেন অভিনেত্রী? তানজানিয়ার জঙ্গলে। সেখানকার ওয়াইল্ড লাইফ সাফারিতে নিশ্চিন্তে কয়েকটা দিন কাটিয়েছেন চাঙ্কিকন্যা।

প্রায় নো-মেকআপ লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনন্যা। অভিনেত্রীর চোখে রয়েছে চশমা। কখনও চিতার ছবি তুলেছেন, আবার কখনও সিংহ দেখে মুগ্ধ হয়েছে।

প্রকৃতির মাঝে যেন শান্তি খুঁজে পেয়েছেন অনন্যা। তাই তো নিজের পোস্টের ক্যাপশনে চাঙ্কিকন্যা লিখেছেন, 'সবচেয়ে আনন্দে আছি।'

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 'সিটিআরএল' ছবিতে দেখা গিয়েছে অনন্যাকে। তাঁর অভিনয় প্রশংসাও পেয়েছে। সেই আনন্দও রয়েছে অভিনেত্রীর মনে।

একাই বেড়াতে গিয়েছেন অনন্যা না অভিনেত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে? তা জানা যায়নি। তবে জঙ্গল আর প্রকৃতি তাঁকে মুগ্ধ করেছে। ছবি: ইনস্টাগ্রাম।