অবশেষে ভালোবেসে সাতপাকে বাঁধা পড়লেন অদিতি রাও হায়দরি ও দক্ষিণী নায়ক সিদ্ধার্থ সূর্যনারায়ণ। বিয়ের ছবি আগেই পোস্ট করেছেন। তার পর শেয়ার করলেন মিষ্টি এই মুহূর্তগুলো।
চলতি বছরের মার্চ মাসেই ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন অদিতি ও সিদ্ধার্থ। সোমবার গাঁটছড়া বাঁধলেন দক্ষিণী রীতি মেনে।
মাহেশ্বরী টিস্যুর লেহেঙ্গায় সেজে সিদ্ধার্থের গলায় মালা দিয়েছেন অদিতি। অভিনেতার পরনে ছিল দক্ষিণী স্টাইলের ধুতি।
সিদ্ধার্থ ও অদিতি, দুজনের সাজেই রয়েছে সাবেকিয়ানার আভিজাত্য। নামমাত্র গয়না রয়েছে অভিনেত্রীর অঙ্গে। তাতেই রূপ যেন ঠিকরে পড়ছে।
একেবারে ঘরোয়া মেজাজে বিয়ের ফটোশুট করেছেন অদিতি-সিদ্ধার্থ। বেশিরভাগ ছবিতেই সাদা-কালোর প্রাধান্য। তাতেই মুগ্ধ করেছেন নবদম্পতি।
এর আগে ছোটবেলার বন্ধু মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। ২০০৭ সালে দুজনের ডিভোর্স হয়। অদিতির প্রাক্তন সত্যদীপ মিশ্র। দুজনের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও পরে অদিতি বিয়ের কথা অস্বীকার করেন।
২০২১ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা 'মহা সমুদ্রম'-এ সিদ্ধার্থ ও অদিতি একসঙ্গে কাজ করেছিলেন। শোনা যায়, এই সিনেমার সেটেই দুজনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। সেই প্রেম ১৬ আগস্ট পেল পরিণতি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা ও অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.