Advertisement
Advertisement

Breaking News

Nushrratt Bharuccha

নুসরতের ‘লাভ সেক্স অউর…’, দেহ বিলাসেই উষ্ণ নায়িকা

'প্যায়ার কা পঞ্চনামা'ও বেশ ভালোই জানেন অভিনেত্রী।

টলিউডে আছে এক নুসরত, বলিউডে আরেক। তিনি নুসরত ভারুচা। আমচি মুম্বইয়ের মেয়ে। 'লাভ সেক্স অউর ধোঁকা'র গুরুত্ব ভালোভাবেই জানেন।

কলেজ পাশ করার পরই বলিউডের ময়দানে নিজের ভাগ্য পরীক্ষা করেন নুসরত। 'জয় সন্তোষী মা', 'কাল কিসনে দেখা' ছবিতে অভিনয় করেন। তবে নায়িকা হিসেবে প্রথম নজর কাড়েন 'লাভ সেক্স অউর ধোঁকা' ছবিতে।

এর পরের বছরই 'প্যায়ার কা পঞ্চনামা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যায় নুসরতকে। এই ছবির সিক্যুয়েলেও ছিলেন তিনি।

কার্তিক বরাবরই নুসরতের 'লাকি চার্ম'। তাঁর সঙ্গে জুটি বেঁধেই অভিনয় করেছিলেন 'আকাশবাণী' সিনেমায়। যা সমালোচক মহলে প্রশংসিত হয়।

পরে আবার কার্তিকের সঙ্গে 'সোনু কে টিটু কি সুইটি' সিনেমায় দেখা যায় নুসরতকে। যদিও সেই সিনেমায় তাঁরা জুটি হিসেবে কাজ করেননি।

গত বছর নিজের সিনেমা 'আকেলি'র স্ক্রিনিংয়ের জন্য ইজরায়েলের হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন নুসরত। কিন্তু সেখানকার যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেঁসে যান।

পরে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরেন নায়িকা। ট্রমা কাটিয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। আপাতত 'ছোরি ২' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নুসরত। ছবি: ফেসবুক ও ইনস্টাগ্রাম।