হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কউর। তবে অভিনয় নয়, এখন সর্বত্র তাঁর দ্বিতীয় বিয়ে ভাঙা নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে সোশাল মিডিয়ায় বেশ বোল্ড মেজাজে থাকেন অভিনেত্রী।
‘কুলবধূ’, ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু?’, ‘কালা টিকা’, ‘সসুরাল গেন্দা ফুল ২’র মতো সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান দলজিৎ।
‘কুলবধূ’ সিরিয়ালের সেটে অভিনেতা শালিন ভানোটের সঙ্গে সম্পর্কে জড়ান হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রী। ২০০৯ সালে দুজনের বিয়ে হয়। একমাত্র সন্তানের জন্ম হয় ২০১৪ সালে।
এর পরের বছরই শালিনের বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ আনেন দলজিৎ। ২০১৫ সালেই দুজনের ডিভোর্স হয়।
২০২৩ সালের মার্চ মাসে কেনিয়ার ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেন দলজিৎ। কিন্তু এই বিয়েতেও নাকি বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে।
দ্বিতীয় বিয়ের কিছু অনুষ্ঠানের ছবি দলজিতের সোশাল মিডিয়া প্রোফাইলে এখনও রয়েছে। তবে নিখিলের ছবি আর দেখা যাচ্ছে না।
দিন কয়েক আগেই শোনা যায়, দলজিৎ আর নিখিল সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও কথা এখনও বলেননি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.