১৭ বছরের খরা কাটিয়ে বিশ্ব মঞ্চে সেরার শিরোপা পেয়ে দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছিলেন মানুষী চিল্লার। ২০১৭ সালে তাঁর মাথায় উঠেছিল মিস ওয়ার্ল্ডের মুকুট।
২৬ বছরের মানুষী দেখতে যেমন সুন্দর, তেমনই পড়াশোনায় মেধাবী। ডাক্তারি পড়ছিলেন তিনি। অবশ্য এখন অভিনয়েই মন দিয়েছেন অভিনেত্রী।
বলিউডে মানুষীর শুরুটা ভালো হয়নি। অক্ষয় কুমারের বিপরীতে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
ভিকি কৌশলের বিপরীতে 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'তে অভিনয় করেছিলেন মানুষী। কিন্তু সে সিনেমাও তেমন চলেনি। এছাড়াও বরুণ তেজের বিপরীতে তেলেগু সিনেমা 'অপারেশন ভ্যালেন্টাইন'-এ অভিনয় করেন অভিনেত্রী।
শুধু অভিনয় কিংবা পড়াশোনা নয়, মানুষী একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। নামী শিল্পীদের কাছে দীর্ঘদিন কুছিপুডি নাচ শিখেছেন। কবিতাও বেশ পছন্দের অভিনেত্রীর। অবসর সময়ে ভালোবাসেন ছবিতে আঁকতে।
সমুদ্রের গভীরে গিয়ে সাঁতার কাটা কিংবা স্কুবা ডাইভিং-এর মতো বিপজ্জনক খেলাগুলি মানুষীর অত্যন্ত প্রিয়। বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিংও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.