Advertisement
Advertisement

Breaking News

Bigg Boss 16 contestants

ফের সলমনের সঞ্চালনায় ‘বিগ বস’, এবার রিয়ালিটি শোয়ের প্রতিযোগী কারা?

শনিবার থেকেই শুরু জনপ্রিয় রিয়ালিটি শো।

'বিগ বস ১৬'-এ হিন্দি টেলিভিশনের অভিনেত্রী নিমরিত কউর আলুওয়ালিয়াকে। 'ছোটি সর্দারনি' ধারাবাহিকে জনপ্রিয়তা পান তিনি।

'উত্তরণ' ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে তুমুল জনপ্রিয়তা পান বাঙালি মেয়ে টিনা দত্ত। তিনিও এবারের অন্যতম প্রতিযোগী বলেই খবর।

সিরিয়ালের আরও এক তারকাকে দেখা যেতে পারে রিয়ালিটি শোয়ে। অঙ্কিত গুপ্তা। 'বালিকা বধূ', 'বেগুসরায়', 'সাড্ডা হক' ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

ফেমিনা মিস ইন্ডিয়ার রানার-আপ ছিলেন মান্য সিং। তাঁকেও দেখা যেতে পারে সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এ।

'সাত ফেরে', 'সালোনি কা সফর' থেকে 'নাগিন', বহু হিন্দি সিরিয়ালে অভিনয় করছেনে শালিন ভানোট। বর্তমানে তেমন একটা টেলিভিশনে দেখা যায় না তাঁকে। তবে 'বিগ বস ১৬'-এ তারকাকে দেখা যেতে পারে।

'বিগ বস' শোয়ের মারাঠি ভার্সানে জিতেছেন অভিনেতা শিব ঠাকরে। এবার নাকি তাঁকে সলমন খানের সঞ্চালিত শোয়ে দেখা যাবে।

সঞ্চালনা, পরিচালনায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন সাজিদ খান। কিন্তু 'মি টু'র অভিযোগ তাঁর কেরিয়ারের বড় অভিশাপ। সম্ভবত সেই অভিশাপ কাটাতেই 'বিগ বস'-এর আসছেন ফারহা খানের ভাই। এমন আর একাধিক প্রতিযোগীর পরিচয় জানা যাবে শনিবার। কারণ এদিন থেকেই শুরু 'বিগ বস ১৬'।