Advertisement
Advertisement

Breaking News

Singhabahini Trinayani

‘মহিষাসুরমর্দিনী’ শুভশ্রীর সঙ্গী ছোটপর্দার নায়িকারা, কে কোন দেবীর ভূমিকায়? দেখুন ছবি

পালটে গিয়েছে 'পিলু', 'মিঠাই'দের লুক।

আশ্বিনের শারদপ্রাতে মহালয়া বিশেষ অনুষ্ঠান 'সিংহবাহিনী ত্রিনয়নী'। তাতেই মহিষাসুরমর্দিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

দেবীর নানা রূপে টেলিভিশনের নায়িকাদের দেখা যাবে। পার্বতী হয়েছেন শ্বেতা ভট্টাচার্য। পিলু ওরফে মেঘা দাঁকে দেখা যাবে দেবী কুষ্মাণ্ডা।

'পিলু' ধারাবাহিকে রঞ্জার ভূমিকায় নজর কেড়েছেন ইধিকা। তিনি হচ্ছেন দেবী চণ্ডিকা। দেবী জয়দুর্গা হিসেবে দেখা যাবে 'মিঠাই' সিরিয়ালের সৌমিতৃষা।

দেবি কামাখ্যা হচ্ছেন উমার ভূমিকায় অভিনয় করা শিঞ্জিনী। 'গৌরী এলো'র গৌরী অর্থাৎ মোহনাকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী হিসেবে।

'তুবড়ি' ধারাবাহিকের নায়িকা সোহিনীকে দেখা যাবে মহাকালী হিসেবে। আর মহালক্ষ্মী হচ্ছেন 'খেলনা বাড়ি' সিরিয়ালের মিতুল ওরফে আরাত্রিকা।

মা সরস্বতী হচ্ছেন 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা। 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হংসিনী অর্থাৎ শার্লি মোদকদের দেখা যাবে দেবী জগদ্ধাত্রী হিসেবে। স্কন্ধমাতা হয়েছেন 'লালকুঠি'র অনামিকা মানে রুকমা রায়।

News Hub