Advertisement
Advertisement

Breaking News

South Kolkata Puja

বাংলার ঐতিহ্য থেকে লোকশিল্প, অভিনব থিমে সেজেছে দক্ষিণ কলকাতার এই মণ্ডপগুলি

কোথাও আবার সময়ের গুরুত্বও বোঝানো হয়েছে থিমের মাধ্যমে।

১০

শিল্পকলায় সমৃদ্ধ বাংলা। এই 'ঐতিহ্য বেঁচে থাকুক'। সেই ভাবনা থেকেই তৈরি ভবানীপুর ৭৫ পল্লির এই মণ্ডপ।

১০

পটশিল্পের সুন্দর কাজ দিয়ে গোটা মণ্ডপ সাজিয়েছেন শিল্পী প্রশান্ত পাল। মায়ের প্রতিমাও মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি।

১০

দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ৯৫ পল্লি অ্যাসোসিয়েশনের পুজোর এবারের থিম 'ত্রিকাল'।

১০

অতীত, বর্তমান ও ভবিষ্যৎ --- এই তিন সময়কালকে ভেবেই মণ্ডপ ও দুর্গা প্রতিমা সাজিয়েছেন শিল্পী সুশান্ত পাল।

১০

পুরুষদের পরিবেশন করা লোক যুদ্ধের নৃত্যের একটি ঘরানা 'রায়বেঁশে'। এই ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়েই চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ ও প্রতিমা।

১০

কলা গাছের শুকনো বাকল এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে মণ্ডপটি সাজিয়েছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়।

১০

বাংলার শিল্প, পটচিত্র, পুতুল, লোকপ্রবাহের এই ধারাকে উদযাপন করা হয়েছে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের থিম 'উন্মোচন'-এ।

১০

শিল্পী রাজু সরকারের সাজানো মণ্ডপটি মরচে ধরা। তার মধ্যেই সাজানো প্লাস্টিকে ঢাকা প্রতিমা। উন্মোচিত শুধু দেবী দুর্গা।

১০

সূচ, সুতোকে সম্বল করে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ সাজিয়েছেন শিল্পী প্রদীপ দাস। থিমের নাম 'মোটা কাপড়'।

১০ ১০

সংসার এবং সমাজে মা ও মেয়েদের গুরুত্ব বোঝাতেই এই থিমের ভাবনা।