Advertisement
Advertisement

Breaking News

Sara Tendulkar

সৈকতে সারা! রূপে বলি নায়িকাদেরও টেক্কা শচীনকন্যার

অভিনয় জগতে এখনও পা না রাখলেও মডেলিং শুরু করে দিয়েছেন সারা।

সদ্য ২৭ বছরে পা দিয়েছেন। জন্মদিনের ঠিক পরেই গোয়া বেড়াতে গিয়েছেন শচীনকন্যা সেরা তেণ্ডুলকর। সেখান থেকেই পোস্ট করেছেন 'সান-সোকড' ছবি।

রূপে বলিউডের নায়িকাদের দিব্যি টক্কর দিতে পারেন সারা। মাঝেমধ্যেই শোনা যায় তাঁর বলিউডে পা রাখার গুঞ্জন। সোশাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সারা।

অভিনয় জগতে এখনও পা না রাখলেও মডেলিং শুরু করে দিয়েছেন সারা। ইতিমধ্যেই কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।

১৯৯৫ সালে পেশায় চিকিৎসক অঞ্জলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন। সারার জন্ম হয় ১৯৯৭ সালে।

সারার থেকে প্রায় দুবছরের ছোট তাঁর ভাই অর্জুন। বাবার মতোই ক্রিকেটে কেরিয়ার তৈরির চেষ্টা করছে অর্জুন। তবে সারার যেন গ্ল্যামার দুনিয়াই পছন্দ।

ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেমের রটনা প্রায়দিনই শোনা যায়। তবে এনিয়ে কখনও কেউ প্রকাশ্যে কিছু বলেননি। আপাতত ছুটি আমেজে ব্যস্ত সারা। ছবি: ইনস্টাগ্রাম।