মনের মানুষের সঙ্গে আইনি বিয়ে ও বাগদান পর্ব সারলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি।
শোনা যাচ্ছে, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিন রেজিস্ট্রি বিয়ে সেরেছেন রূপসা। পাত্রের নাম সায়নদীপ সরকার।
এক ঘরোয়া অনুষ্ঠানে সায়নদীপের সঙ্গে আলাপ হয় রূপসার। প্রথমে বন্ধুত্ব তারপর শুরু হয় প্রেম। সাত মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন দু'জন।
বিনোদন জগতের কেউ নন সায়নদীপ। শোনা গিয়েছে, কর্পোরেট সংস্থায় কর্মরত তিনি। এ বছর সামাজিক বিয়ের প্ল্যান নেই রূপসার।
২০২৪ সালে বড় করে অনুষ্ঠান করতে পারে রূপসা-সায়নদীপের পরিবার। তারপর সায়নদীপের সালকিয়ার ফ্ল্যাটে শুরু হবে দাম্পত্য জীবন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.