Advertisement
Advertisement
Durga Puja Carnival 2022

পুজো কার্নিভ্যালে রঙিন কলকাতা, রেড রোডে চাঁদের হাট

বাঙালির সেরা উৎসবের মধুর সমাপ্তি।

১০

বেশ কয়েক বছর ধরেই বাঙালির সেরা উৎসবের সমাপ্তি হচ্ছে কার্নিভ্যালের মধ্যে দিয়ে। দু'বছর পর এবার রেড রোডের সেই কার্নিভ্যাল আরও আকর্ষণীয় ও জমকালো।

১০

ইউনেস্কোর তরফে এবার হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। তাই তার উদযাপনে ছিল বাড়তি জৌলুস। উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

১০

কার্নিভ্যাল দেখার উৎসাহ সাধারণ মানুষের মধ্যেও কম ছিল না। বড়দের পাশাপাশি কচিকাঁচারা ভিড় করেছিল শোভাযাত্রা দেখতে।

১০

এদিন প্রত্যেকটি পুজোর প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল তিন মিনিট। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পুজো কমিটির প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বেশে এক শিশুশিল্পীকে দেখা যায়।

১০

করোনার জেরে গত দু’বছর বন্ধ ছিল পুজোর কার্নিভ্যাল। শনিবার তা স্বমহিমায় ফিরেছে রেড রোডে।

১০

৯৪টি পুজো কমিটি এই এলাহি আয়োজনে অংশ নিয়েছিল। ট্যাবলোয় নিজেদের প্রতিমা প্রদর্শন করে তারা।

১০

বৃষ্টির আশঙ্কা শনিবার ছিল না। পরিষ্কার আকাশ থাকায় কার্নিভ্যাল দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ভালভাবেই সামলায় পুলিশ।

১০

এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

১০

বকুলবাগানের পুজো এবার বিশেষভাবে নজর কেড়েছে। কার্নিভ্যালে তা প্রদর্শিত হয়।

১০ ১০

এদিনের কার্নিভ্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন জুন মালিয়া, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ছোটপর্দার বহু পরিচিত মুখ।