Advertisement
Advertisement

Breaking News

Air India unveils new Uniform

ছয় দশক পরে নয়া রূপে এয়ার ইন্ডিয়ার বিমানসেবকরা, কেমন লাগছে নতুন এই সাজ?

নতুন এই পোশাক ডিজাইন করেছেন বলিউডের খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রা।

প্রায় ছয় দশক পরে পালটানো হল এয়ার ইন্ডিয়ার পাইলট ও কেবিন ক্রুর পোশাক।

নতুন এই পোশাক ডিজাইন করেছেন বলিউডের খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রা।

আধুনিকতার মোড়কে দেশের ঐতিহ্যকে মেলে ধরাই মনীশের উদ্দেশ ছিল।

অভিজ্ঞ মহিলা কেবিন ক্রুর জন্য ঝরোখা প্যাটার্নের অম্ব্রে শাড়ি তৈরি করা হয়েছে। তাতে রয়েছে এয়ার ইন্ডিয়ার নতুন লোগে। ব্লাউজ আর ব্লেজারের সঙ্গে তা পরা যেতে পারে।

এছাড়া রয়েছে রেডি টু ওয়্যার শাড়ি। তার সঙ্গে এমন প্যান্ট যা খুব সহজেই পরা যেতে পারে। জুনিয়র কেবিন ক্রুর জন্য আবার লাল ও পার্পেলের কম্বিনেশনে শাড়ি রাখা হয়েছে।

ককপিটের ক্রুর জন্য ক্লাসিক ব্ল্যাক ডাবল ব্রেস্টেড স্যুট রাখা হয়েছে। পাইলটের পরনেও কালো স্যুটই থাকছে। লং কোটও দেখা গিয়েছে।