Advertisement
Advertisement

Breaking News

Christmas Celebration

বড়দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে রকমারি কেক, দেখুন ছবি

খুশিতে মাতোয়ারা মানুষ।

বড়দিনের বড় আনন্দ বলে কথা। মানুষের ঢল পার্কস্ট্রিটে।

আলো দিয়ে সাজানো হয়েছে গোটা রাস্তা। তা দেখতে রাজ্যের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন মানুষজন।

আলোর রোশনাই ছাড়া যেমন দিওয়ালি হয় না, ইফতার ছাড়া ইদ যেমন অসম্পূর্ণ, তেমনি কেক ছাড়া বড়দিন যেন ভাবাই যায় না।

বহরমপুরের এক কেক প্রস্তুতকারকের দোকানে 'হাজারদুয়ারি কেক' বিক্রি হচ্ছে দেদার। কেকটি প্রায় এক কেজি ওজনের।

বড়দিনেও বিশ্বকাপে বুঁদ জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার একটি কেক প্রস্তুতকারি সংস্থা। তৈরি করা হয়েছে ২৫ পাউন্ডের কেকের বিশ্বকাপ।

অবিকল বিশ্বকাপের মতো দেখতে কেকটি শনিবার অর্থাৎ ক্রিসমাস ইভের রাতেই নিলাম করা হবে খবর।

বড়দিনের বড় চমক ছিল জগৎ মুখার্জী পার্কের এই বিশাল কেক।

ক্রিসমাস ইভের রাত থেকেই সেজে উঠেছে হুগলির ব্যান্ডেল চার্চ। উৎসবে মাতোয়ারা স্থানীয় বাসিন্দারা।