Advertisement
Advertisement
ইস্ট-ওয়েস্ট মেট্রো

আধুনিক সাজে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলির অন্দর, দেখুন গ্যালারি

বৃহস্পতিবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

১৩ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাত্রা শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

প্রতিটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ২০ মিনিট। সকাল ৮টা থেকে শুরু হবে পরিষেবা। মিলবে রাত ৮টা পর্যন্ত।

প্রথম পর্যায়ে করুণাময়ী-সহ ৬টি স্টেশনে দাঁড়াবে মেট্রো। কয়েক মাসের মধ্যে ফুলবাগান পর্যন্ত তা চালু করা হবে।

আত্মহত্যা রুখতে বিশেষ প্রযুক্তির প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD) ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি স্টেশন। প্ল্যাটফর্মের ধারে এই অত্যাধুনিক দরজা লাগানো থাকবে।

প্রতিটি স্টেশনেই চলমান সিঁড়ির পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা থাকছে।

লিফট পরিষেবাও মিলবে প্রতিটি স্টেশনে।