প্রতীক্ষার অবসান। ৫০০ বছরের বিতর্কে ইতি টেনে অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী। রামের জন্মদিনের পবিত্র লগ্নে সূর্য তিলকে উজ্জ্বল হল রামলালার কপাল। সাক্ষী রইল গোটা দুনিয়া।
আজ বেলা ১১টা ৫৮ মিনিট নাগাদ সূর্যাভিষেকের প্রক্রিয়া শুরু হয়। চলে বেলা ১২টা ৩ মিনিট পর্যন্ত। অভূতপূর্ব সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই রামলালার কপালে চুমু খায় সূর্য।
আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন। দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়ে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হয়। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হয়। এর পরে এটি পিতলের নলের সাহায্যে আবার ৯০ ডিগ্রিতে প্রতিফলিত করানো হয়। এই সূর্য তিলকের মাপ ৭৫ মিমি।
শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেরা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পেল এই বিশেষ সূর্য তিলক।
অযোধ্যায় এবারের রামনবমী একেবারেই অন্যরকম। মাস তিনেক আগে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী (Ram Navami)। তাই গোটা দেশের চোখ ছিল অযোধ্যার দিকে। নেমেছে ভক্তের ঢল। এদিন দিনের শুরুতে সম্পন্ন হয় রামলালার দিব্য অভিষেক। তার পরই হয় সূর্য তিলক।
১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার নির্বাচন। যে কারণে একদিকে প্রচার ঘিরে বেড়েছে উত্তরপ্রদেশের উত্তাপ। আর অন্যদিকে প্রবল গরম। তবে সেসবকে উপেক্ষা করেই ভক্তরা ভিড় জমিয়েছেন রামমন্দিরে।
রামনবমী উপলক্ষে কয়েকদিন আগে থেকেই সেজে উঠেছে রামমন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছে মিষ্টি। যা আজ ভক্তদের হাতে তুলে দেওয়া হবে প্রসাদ হিসেবে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.