বাগদেবীর বন্দনায় মেতেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। কোমর বেঁধে পুজোর কাজ করা থেকে বাদ যায়নি সেলফি তোলাও। ছবি- অমিত ঘোষ
জাতপাতের উর্দ্ধে বিশ্বাস। বাগদেবীর আরাধনায় ব্যস্ত হাসমত। ছবি- দেবব্রত মণ্ডল
ভিক্টোরিয়ার সামনে সেলফিতে মত্ত তরুণীরা। ছবি-অরিজিৎ সাহা
মায়ের হাত ধরে কচিকাঁচারাও মেতেছে সরস্বতী পুজোয়। ছবি-অরিজিৎ সাহা
চিরাচরিত প্রথা মেনেও আজও সরস্বতী পুজোর ফ্যাশনে লাল-হলুদ-ঘিয়া রঙের আধিক্য। শাড়িতে সেজে উঠেছেন বঙ্গতন্বীরা। ছবি- পিন্টু প্রধান
পুজোর উদ্বোধনে মন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি তুললেন শিক্ষার্থীদের সঙ্গে। ছবি-অমিত ঘোষ
মাথায় ফুল, পরনে শাড়ি। সাইকেলেই সেজেগুজে প্রতিমা দর্শন খুদেদের। ছবি- পিন্টু প্রধান
বসন্ত পঞ্চমীতে রীতি মেনে হাতেখড়ি।
সরস্বতী পুজোর থিমেও মোহনবাগান। মেট্রোপলিটন পূর্বায়নের সরস্বতী পুজো।
পুজো প্রাঙ্গন সেজে উঠেছে রংবেরঙের আলপনায়। ছবি-অরিজিৎ সাহা
বাঙালির ভ্যালেন্টাইনস ডে! ভিক্টোরিয়া চত্বরে প্রেমিক যুগলদের ভিড়। ছবি-অরিজিৎ সাহা
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.