Advertisement
Advertisement
Santosh Trophy

কলকাতায় সন্তোষ ট্রফিজয়ী বাংলা টিম, ঢাকের তালে অভ্যর্থনা জানালেন মন্ত্রী অরূপ

ট্রফি জয়ী খেলোয়াড়দের দেখতে বিমানবন্দরে অগণিত ফুটবলপ্রেমীর ভিড়।

সন্তোষ ট্রফি জয় করে বছরের শুরুতেই কলকাতায় ফিরল বাংলা ফুটবল দল।

৬ বছর অপেক্ষার পর সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারান সঞ্জয় সেনের ছেলেরা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা।

বুধবার রাতে দমদম বিমানবন্দরে যেন উৎসবের আমেজ। ঢাকের বোলে মুখর বিমানবন্দর চত্বর। মালা, উত্তরীয় গলায় পরিয়ে জয়ীদের স্বাগত জানানো হয়।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, "টিম নির্বাচন খুব ভালো হয়েছে। সঞ্জয় সেন এই মুহূর্তের সেরা কোচ।"

ট্রফি জয়ী খেলোয়াড়দের দেখতে বিমানবন্দরে ভিড় জমান অগণিত ফুটবলপ্রেমী।

পাশে স্ত্রী। সন্তানকে কোলে নিয়ে বিমানবন্দর থেকে বেরন রবি হাঁসদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।